সিলেট
চলে গেলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান

সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান আর নেই। শনিবার (১১জুন) সন্ধ্যা ৭টার দিকে তিনি সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ( ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ। পংকি খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিছুদিন আগে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বর্তামনে পংকি খানের স্ত্রী, সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজন যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাদের সাথে যোগাযোগ করে জানাজার সময় নির্ধারণ করে সবাইকে জানানো হবে বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে।