আম্বরখানায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত শিক্ষার্থী

সিলেটর নগরে দিনদুপুরে ট্রাকের প্রবেশ নিষিদ্ধ হলেও টু-পাইসের বিনিময়ে কিছু ট্রাক প্রবেশ করতে দেয় ট্রাফিক পুলিশ। ফলে ঘটে অহরহ দূর্ঘটনা।
শনিবার (১১ জুন) সকাল ১০ টায় নগরীর আম্বরখানায় পন্যবাহী ট্রাকের ধাক্কায় রিক্সোরোহী এক মেয়ে শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সকাল ১০ টায় আম্বরখানা মসজিদের উত্তর পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট বিমানবন্দর এলাকা থেকে বালু-পাথর বেঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-২৩২৩) আম্বরখানা পয়েন্টে পৌঁছে এক শিক্ষার্থীর রিক্ষাকে ধাক্কা দিলে ওই শিক্ষার্থী গ্ররুতর আহত হয়। স্থানীয়রা শিক্ষার্থীকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে পুলিশ ট্রাক ও ট্রাক চালকে আটক করে। আটক চালক রাজু মিয়া (৩০) গাইবান্ধ্যা জেলার গোবিন্দগঞ্জের নাজিম উদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানান, দিনের বেরা নগরে ট্রাকের প্রবেশ নিষিদ্ধ থাকলেও কর্তব্যরত পুলিশ ঘুষের বিনিময়ে কিছু ট্রাক ছেড়ে দেয়। তাই প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটে থাকে। এ ঘটনায় নগরবাসী ট্রাক চালক ও দায়িত্বরত ট্রাফিক পুলিশের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। এয়ারপোর্ট থনাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজ উদ্দিন ঘটনানার সত্যতা নিশ্চিত করেছেন।