সিলেটের অসহায় মানুষের পাশে আবারও সেলিনা মোমেন

সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় পরিবারের পাশে আবারো দাড়াঁলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী, মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী সেলিনা মোমেন। তিনি নিজ হাতে পরম মমতায় অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (১০ জুন) বিকালে মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় দেড় হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মাঝে রয়েছে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ওবায়দুল্লাহ ইসহাকের সভাপতিত্বে ও ইউপি সদস্য মস্তাকা আহমদের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার চেয়ারম্যান হেলেন আহমদ, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ শাহনুর, মোগলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়া, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিনিধি তাইনুল ইসলাম আসলাম।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগ নেতা আবু সুফিয়ান, আবুল কালাম আজাদ, শরিফ আলী, আব্দুল করিম, মোজাহিদ আলী, আব্দুস সালাম, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ছাবেরা বেগম, হাসনা বেগম, সাহেদা বেগম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরাজ আহমদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক আলোয়ার মাস্টার, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম, হেকিম আহমদ, জসিম উদ্দিন, হেলাল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, সেলিনা মোমেন ইতোপূর্বে সিলেটের এই সব অসহায় মানুষের পাশে বার বার এসেছেন এবং পাশে দাড়িঁয়েছেন। করোনা মহামারীও তাঁর এই মানবিক কাজে বাঁধা হয়ে দাড়াঁতে পারেনি।