সুনামগঞ্জে পর্যটকবাহী নৌযান চালাতে লাগবে রেজিষ্ট্রেশন

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী পর্যটকবাহী নৌযান রেজিস্ট্রেশনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। আগামী ১৩ জুনের মধ্যে পর্যটকবাহী সব নৌযানকে রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করতে বলা হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক তাহিরপুর উপজেলার হাওর ও নদ-নদীতে চলাচলকারী পর্যটকবাহী সব নৌযানকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে তাহিরপুর উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। আগ্রহী পর্যটকবাহী নৌযানগুলোকে একটি নির্ধারিত ফরমে উপজেলা প্রশাসন, তাহিরপুর বরাবর ১৩ জুন ২০২২ তারিখের মধ্যে লিখিত আবেদন করতে হবে। উল্লেখ্য, রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে এবং উপজেলা প্রশাসন, তাহিরপুর কর্তৃক প্রদত্ত নমুনা মোতাবেক নেমপ্লেট না থাকলে কোনো নৌকা তাহিরপুর উপজেলায় পর্যটক বহন করতে পারবে না।
এতে আরও বলা হয়, নৌযানের প্রকৃত অবস্থা যাচাই পূর্বক কয়েকটি শর্তসমৃদ্ধ একটি চুক্তিপত্র স্বাক্ষর করার পর রেজিস্ট্রেশন নম্বরসহ নেমপ্লেটের নমুনা সরবরাহ করা হবে। নৌযানের মালিকগণ নিজ দায়িত্বে উপজেলা প্রশাসন, তাহিরপুরের সঙ্গে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র সম্পাদন করবেন এবং নেমপ্লেট ছাপাবেন।
চুক্তিপত্রে নিম্নলিখিত বিষয়গুলো থাকবে।
ক. পরিবেশ, হাওর ও নদীর ক্ষতি হয় এরূপ কার্যক্রম থেকে বিরত থাকা।
খ. জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদি।
গ. প্রশাসন কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া গ্রহণ না করা।
ঘ. নৌযানে কোনো ধরনের উচ্চ শব্দের বাদ্যযন্ত্র ব্যবহার না করা।
ঙ. পর্যটকদের পানিতে নামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা।
ট. সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাওর ও নদ-নদীর পরিবেশ রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া ও নৌযানে উচ্চ শব্দ ঠেকানো, পর্যটকদের পানিতে নামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন বিষয়ে সচেতনতা ও পর্যটকবাহী নৌযানে নজরদারি বাড়ানোর সুবিধার্থেই এ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবীর বলেন, হাওরের পরিবেশ ও পর্যটকদের সুবিধার ভেবে আমরা টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী প্রত্যেকটি নৌযানকে রেজিষ্ট্রেশনের আওতায় আনব। এতে করে নৌযান চালক ও নৌযানগুলোর ব্যাপারে বিস্তারিত ডাটাবেজ আমাদের কাছে থাকবে।