সিলেট

সিলেটে এক মাসে ২২ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৩ জনের

নিউজ ডেস্কঃশুধু মে মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন।পৃথক ২২টি দুর্ঘটনায় প্রাণ যায় তাদের।

এ মাসে সিলেটসহ দেশে ৫২৮টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৬৪১ জন ।এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১২৭টি দুর্ঘটনায় ১৫৯ জন নিহত হয়েছেন। এছাড়া একক জেলা হিসেবেও ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এসময় ৩২টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন।

সোমবার (৬ জুন) বেসরকারি প্রতিষ্ঠান রোড সেফটির মাসিক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনে দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান মতে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৪.০৫%, প্রাণহানি ২৪.৮০%, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৬.০৯%, প্রাণহানি ১৮.০৯%, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২১.৭৮%, প্রাণহানি ২০.১২%, খুলনা বিভাগে দুর্ঘটনা ১২.৫%, প্রাণহানি ১১.৭০%, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৭.৯৫%, প্রাণহানি ৮.৭৩%, সিলেট বিভাগে দুর্ঘটনা ৪.১৬%, প্রাণহানি ৩.৫৮%, রংপুর বিভাগে দুর্ঘটনা ৭.৫৭%, প্রাণহানি ৭.৮০% এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৫.৮৭%, প্রাণহানি ৫.১৪% ঘটেছে।

Back to top button