তাহিরপুরে অবৈধ ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, দুটি ফার্মেসিকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে চার প্রতিষ্ঠান ও দুটি ফার্মেসীকে ১লাখ ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে সরকারী অনুমোদন না হওয়া পর্যন্ত ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ রাখার নিদের্শনা প্রদান করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
ডায়াগনস্টিক সেন্টারগুলো হল- উপজেলার বাদাঘাট পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর চেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার,মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার ও ন্যাশানাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০হাজার টাকা, লাউড়েরগড় বাজারে শাহআরেফিন ফার্মেসীকে বিভিন্ন অনিয়মের কারনে ৫ হাজার টাকা,ঝুমা ফার্মেসী কে ৫ হাজার টাকা জরিমানা করে মোট ১লাখ ৩০হাজার টাকা জরিমান জরিমানা করেন। এবং সরকারী অনুমোদন না হওয়া পর্যন্ত বন্ধ থাকার নিদর্শনা দেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মির্জা রিয়াদ হাসান, ডা. ফয়েজ আহমদ হাসান, ডা. শাফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বির উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির জানান, কোন ভাবেই সরকারি নির্দেশনা লঙ্ঘনকারীদের ছাড় দেয়া হবে না। সবাইকেই আইন মেনে চলতে হবে। এই ডায়াগনস্টিক সেন্টারগুলোর একটিরও সরকারী অনুমোদন নেই। তাই নিয়ম অনুযায়ী জরিমানা সহ সকল কার্যক্রম বন্ধ রাখার নিদের্শনা দেয়া হয়েছে।