হবিগঞ্জ

নবীগঞ্জে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

শুক্রবার (৩ জুন) দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান আল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত মানিক দাসের ছেলে সজল দাস (৩৫), সিলেট বালুচর এলাকার বাদল দাসের ছেলে বিপন দাস (২০), দলদলী চা বাগান এলাকার দীলিপ দাসের ছেলে দীপক দাস (২৫), মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগান এলাকার পলাশ দাসের ছেলে জগন্নাথ দাস (২১), তেলিয়াপাড়া চা বাগান এলাকার সাধন দাসের ছেলে সাগর দাস (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- শুক্রবার (৩ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল নবীগঞ্জ উপজেলার মিনাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামীদের ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Back to top button