সিলেট

৬ দিনে সিলেটে দুই কোটি টাকার স্বর্ণ আটক

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ দিনে দুই স্বর্ণ চোরাচালানকারিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় তাদের কাছ থেকে প্রায় দুই কোটি টাকার স্বর্ণ জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।

সর্বশেষ বৃহস্পতিবার (২ জুন) সকালে স্বর্ণসহ দুবাই থেকে আসা ময়নুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয় বিমানবন্দরে। এ সময় তার কাছ থেকে এক কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৮৫ লাখ টাকা হবে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।

সিলেট কাস্টমসের উপ-কমিশনার মো. আল-আমিন বিষয়টির সত্যতা স্বীকার করে সময়ের আলোকে জানান, লাগেজ ট্রলির ভেতরে লুকিয়ে স্বর্ণগুলো নিয়ে আসেন দুবাইফেরত ময়নুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাস্টমস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে এক কেজি ১৬০ গ্রাম স্বর্ণসহ দুবাইফেরত ওই যাত্রীকে আটক করে।

এর আগে গত ২৭ মে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ পিস স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ, যার বাজারমূল্য ছিল প্রায় ৯০ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ওইদিন সকাল ৯টায় মো. আলী আহমদ (৩৫) নামে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে বারগুলো আটক করা হয়।

Back to top button