সিলেট

গোয়াইনঘাটের এক তরুনীকে পটুয়াখালী থেকে উদ্ধার, তরুন আটক

গোয়াইনঘাটের জাফলং ছৈলাখেল গ্রামের এক তরুনী শিক্ষার্থীকে অপহরণ করা করা হয়েছে। এই অভিযোগে পারভেজ মিয়া (২১) নামে এক তরুনকে আটক করা হয়।

২৫ শে মে (বুধবার) দুপুর ২ টার দিকে গোয়াইনঘাট থানাধীন জাফলং ছৈলাখেল গ্রামে ঘটনা ঘটে।

আটককৃত যুবক- পটুয়াখালী জেলার দুমকী থানার বাজখালী গ্রামের বাসিন্দা হারুন মিয়ার ছেলে পারভেজ মিয়া (২১)।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২৫শে মে দুপুর দুটার দিকে গোয়াইনঘাট থানাধীন জাফলং ছৈলাখেল গ্রাম থেকে এসএসসি পরীক্ষার্থী ভিকটিম তরুনীকে অপহরণ করে পারভেজ মিয়া (২১) নামে এক তরুন। পরে পুলিশ ভিকটিম তরুনীকে উদ্ধার ও পারভেজ মিয়াকে আটক করে।

গোয়াইনঘাট থানার ওসি নজরুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীর অবস্থান নির্ণয় করে গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবির সঙ্গীয় ফোর্সসহ ৩ দিন অভিযান পরিচালনা করে। পরে পটুয়াখালী জেলার দুমকী থানা এলাকা থেকে অপহৃতা ও আসামী পারভেজ মিয়াকে গ্রেফতার করে।

Back to top button