বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে প্রশাসনের অভিযান, দুটি ডায়গোনেস্টিক সেন্টার বন্ধ, জরিমানা আদায়

সিনিয়র প্রতিবেদক : বিয়ানীবাজার উপজেলায় নিবন্ধন না থাকায় একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সারা দেশের ন্যায় অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সরকার নির্দেশিত মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর। এ সময় বিয়ানীবাজার হাসপাতাল সড়কের পাশে অবস্থিত দি নিউ জেনারেল হাসপাতাল ও দি মেডি এইড ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় ৪ হাজার টাকা করে অর্থদণ্ড সহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন সহ বিয়ানীবাজার থানা পুলিশের একটি বিশেষ দল অভিযানে সহযোগিতা করে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কর্মকর্তা আশিক সাংবাদিকদের বলেন, নিবন্ধন না থাকায় একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে আমরা অর্থদণ্ড জরিমানা করেছি এবং নিবন্ধন না করা পর্যন্ত তা বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন বলেন, যাদের জরিমানা করা হয়েছে তাদের নিবন্ধন সহ অনেক গুরুত্বপূর্ণ জিনিসে ত্রুটি ছিল যেগুলো চিকিৎসা সেবার জন্য উপযোগী নয়। আমরা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেছি।

Back to top button