হবিগঞ্জ
হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে।
রোববার সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।
তিনি জানান, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে বা কেউ হতাহত হয়েছেন কি না এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ওসি আব্দুর রাজ্জাক।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক শিমুল মো. রাফি জানান, আমাদের তিনটি আউনিট আগুন নিয়ন্ত্রণে আজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্ক জানা যায়নি।