বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন, ২ মেয়র ও ২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতীক বরাদ্ধ কাল

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৫ জুনের আসন্ন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই মেয়র প্রার্থী ও দুইজন সাধারন কাউন্সিলর তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, মেয়র প্রার্থী আবু নাসের পিন্টু ও মাসুক আহমদ মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়াও সাধারন কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কবির আহমদ এবং ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রউফ মনোনয়ন প্রত্যাহার করেন।
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মেয়র প্রার্থী মাসুক আহমদ মনোনয়ন প্রত্যাহার করে গনমাধ্যমকে জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী ফারুকুল হককে সমর্থন জানিয়ে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।