সিলেট

সিলেটে স্বাস্থ্য ঝুঁকিতে বন্যা কবলিত মানুষ

নিউজ ডেস্কঃ পানি নামার সাথে সাথে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন সিলেটের বন্যা কবলিত মানুষ। দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ১১ মে বন্যা শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত সিলেটে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৬৯ জন। এর মধ্যে কেবল মঙ্গলবারই আক্রান্ত হয়েছে ৪৬ জন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ সিলেট সিটি কর্পোরেশন এলাকার। রোববার পর্যন্ত সিলেটে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১১৪ জন। দুদিনে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৫ জনে।

সিলেটের সিভিল সার্জন ডা: এস এম শাহরিয়ার এ তথ্য জানিয়ে বলেন, গ্রাম এলাকায় পানি নেমে গেলেও সিসিক এলাকায় বিভিন্ন স্থানে ময়লাযুক্ত আবদ্ধ পানি জমা হয়ে আছে। এ কারণে নগরীতে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে শিশু ছাড়াও মাঝ বয়সীরাও রয়েছেন। বন্যায় এ পর্যন্ত চর্মরোগে মাত্র ৬ জন আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম জানান, মহানগরী এলাকায় ডায়রিয়ার প্রকোপ রোধে কাজ করছে তাদের মেডিকেল টিম। এ ধারাবাহিকতায় মঙ্গলবারও দুটি হেলথ ক্যাম্প পরিচালনা করা হয়। ডায়রিয়া থেকে বাঁচতে তিনি সংশ্লিষ্টদের বিশুদ্ধ খাবার পানি খাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বন্যার কারণে অনেক স্থানে টিউবওয়েল ডুবে যায়। আবার অনেকক্ষেত্রে সাপ্লাইয়ের পানিও হয়তো দূষিত হয়ে পড়েছে। এ দূষণ হয়তো ৫/৭ দিন থাকতে পারে। এ কারণে বন্যা কবলিতদের সপ্তাহখানেক সতর্কতার সাথে বিশুদ্ধ পানি পান করতে হবে। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রাখা গেছে। প্রয়োজনে সেখান থেকে বিশুদ্ধকরণ ট্যাবলেট সংগ্রহ করা যেতে পারে। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলের সচিব ও স্বাস্থ্যকর্মীরা এ ব্যাপারে সতর্কতায় রয়েছে। সিসিক এলাকায় কি পরিমাণ লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন এ প্রসঙ্গে তিনি বলেন, সরকারি হাসপাতাল বিশেষ করে সংক্রামক ব্যাধি হাসপাতাল এ তথ্য দিতে পারবে। ডায়রিয়ায় আক্রান্ত অনেকে আবার বিভিন্ন ফার্মেসি থেকে কিনে অ্যামোডিস ট্যাবলেট খাচ্ছে। কোন কোন ওয়ার্ডে আবার ৪/৫ জন করে আক্রান্ত হচ্ছে। এ কারণে নগরীতে ডায়রিয়ায় আক্রান্তের সঠিক পরিসংখ্যান তাদের কাছে নেই।

সওজ-এর ১২০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত
বন্যায় সিলেট জেলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ)-১২০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭০ কিলোমিটার পুরোপুরি এবং ৫০ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সওজ-এর নির্বাহী প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, এসব রাস্তা সংস্কারের জন্য জরুরি ভিত্তিতে ৫ কোটি টাকা প্রয়োজন। এছাড়া, স্থায়ী সংস্কারের জন্য ৬০-৭০ কোটি টাকার প্রয়োজন পড়বে। সিলেট জেলায় সওজ-এর আওতাধীন রাস্তার পরিমাণ প্রায় ৫৫০ কিলোমিটার। বন্যায় গোয়াইনঘাট উপজেলার সারি-গোয়াইনঘাট, দরবস্ত-কানাইঘাট, শেওলা-সুতারকান্দি ও কোম্পানীগঞ্জ-আমবাড়ি (ছাতক) রাস্তা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। পানি নামার পর সারি-গোয়াইনঘাট ও শেওলা-সুতারকান্দি রাস্তার সংস্কার কাজ শুরু করা হয়েছে। বন্যায় সিলেট-বাদাঘাট রোড ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, রাস্তাটির টেন্ডার প্রক্রিয়াধীন আছে। ঠিকাদার নিয়োগের পর রাস্তাটির সংস্কার-পুন:নির্মাণ কাজ শুরু হবে বলে জানান এ কর্মকর্তা।

সুরমা-কুশিয়ারা চারটি পয়েন্টে এখনো বিপদসীমার ওপরে
সুরমা নদী সিলেট পয়েন্টে বিপদসীমার নিচে নেমে এলেও সুরমা ও কুশিয়ারা নদী এখনো চারটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। সুরমা নদী সিলেট পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যায় বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচে নেমে আসে। এছাড়া, একই সময়ে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। আর কুশিয়ারার শেওলা পয়েন্টে বিপদসীমার ২ ও আমলসিদ পয়েন্টে বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে সিলেট পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র সূত্র জানিয়েছে।

পানি নামছে ধীরগতিতে
সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাসিন্দা তাজুল ইসলাম জানান, সেখানে বন্যার পানি ধীরগতিতে নামছে। ফলে এখনো কয়েকটি ইউনিয়নের অনেক মানুষ পানিবন্দি।এদিকে, সিলেট নগরীতে বন্যার পানি কমলেও অনেক স্থানে আটকে থাকা পানি নামছে ধীরগতিতে। চারদিকে গলে-পচে যাওয়া ময়লা-আবর্জনা থেকে ছড়াচ্ছে উৎকট গন্ধ। চলাচলের সময় মানুষ নাক ঢেকে এসব স্থান পার হচ্ছেন। বন্যা পরিস্থিতির উন্নতির পর সিলেট নগরীতে দুর্গন্ধ ও দূষণ বেড়েছে। ময়লা আবর্জনা ভেসে রয়েছে পানির উপর। কালো রং ধারণ করে আছে পানি। বাতাসের সাথে ছড়াচ্ছে দুর্গন্ধ।

আমাদের জকিগঞ্জ প্রতিনিধি আব্দুল হাসিব জানান, বন্যার পানি নেমে যাবারও পর ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বন্যার পানিতে পুকুর ও টিউবওয়েল ডুবে যাবার কারণে পানি নষ্ট হয়ে গেছে। ছড়িয়ে পড়েছে জ্বর, আমাশয়, ডায়রিয়াসহ পানিবাহিত রোগ। কর্মহীন শ্রমজীবী মানুষরা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। বন্যার পানিতে তলিয়ে ঘাস নষ্ট হয়ে যাবার কারণে গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। পানি নেমে যাবার সাথে সাথে অনেক এলাকায় বিভিন্ন প্রজাতির সাপের উপদ্রবও বেড়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল জানান, বানভাসি মানুষের জন্য উপজেলা প্রশাসন থেকে ১০০ টন চালের চাহিদার বিপরীতে ৬২ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। ১ লাখ টাকা ও ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে জানান ইউএনও।

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে চলতি মাসের ১১ মে থেকে সিলেটের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। ধীরে ধীরে বন্যা বৃদ্ধি পেয়ে সিলেট মহানগরেরও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এক এক করে মহানগরীর প্রায় ২০টি ওয়ার্ড বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় অনেক মানুষই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নেন। পাঁচ দিন পানিবন্দি থাকার পর গত শনিবার রাত থেকে এসব এলাকার পানি নামতে শুরু করে। মঙ্গলবার নগরীর অনেক স্থান থেকে পানি নেমে যায়।

Back to top button