বড়লেখা

ঘষামাজা করে তেলের দাম পরিবর্তনসহ নানা অভিযোগে ৬ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজরের বড়লেখায় ঘষামাজা করে বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত মূল্য পরিবর্তন, অতিরিক্ত মূল্য রাখা এবং দোকানে মূল্য তালিকা না রাখায় ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে বড়লেখা পৌরশহরে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বড়লেখা থানা পুলিশ সহযোগিতা করে।

আদালত সুত্রে জানা যায়, বড়লেখা পৌরশহরে বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত মূল্য পরিবর্তন, অতিরিক্ত মূল্য রাখা এবং দোকানে মূল্য তালিকা না রাখায় ৬ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারায় এই জরিমানা করা হয়। এসময় অন্যান্য সকল ব্যবসায়ীকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার জন্য বলা হয়।

বড়লেখা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন অভিযানের সত্যতা স্বীকার করেন।

Back to top button