সিলেটবিশ্বনাথ

বিশ্বনাথে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন : সাড়ে চার লক্ষ টাকার ক্ষতি

টাইমস ডেস্কঃ সিলেটের বিশ্বনাথের আশুগঞ্জ বাজারে রুমানা টেলিকম নামে একটি প্রতিষ্ঠানে আগুন লেগে পুড়ে গেছে দোকানের মালামালসহ আসবাবপত্র। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় উপজেলার আশুগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

এতে প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও দোকানে থাকা মালিকের জাতীয় পরিচয়পত্রের মূলকপি ও ব্যাংকের চেকবইসহ পুড়ে গেছে মূল্যবান সব কাগজপত্র।

এ ঘটনায় পরদিন শনিবার দোকানের মালিক দ্বীপবন্দ বিলপাড় গ্রামের হাজী মো. মকরম আলীর ছেলে মো. আব্দুল কাদির (৪২) বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন, (জিডি নং-২৫২)।

জিডি সূত্রে জানা যায়, আশুগঞ্জ বাজারে মো. বাদশা মিয়ার মালিকাধীন একটি সেমিপাকা দোকান কৌটায় দীর্ঘদিন ধরে রুমানা টেলিকম নামে ব্যবসা করে আসছেন মো. আব্দুল কাদির। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় আগুন লাগলে দোকান কৌটার মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্ঠা করেন। আব্দুল কাদির সকালে দোকানে আসিয়া দেখেন দোকানসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পাশে থাকা মকবুল আলীর গ্রারেজও পুড়ে যায়। এতে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি সাধন হয়।

এ বিষয়ে জিডি তদন্তকারি কর্মকর্তা থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, জিডি সূত্রে দোকানে আগুন লাগার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আগুন লাগার কারন জানা যাবে।

Back to top button