মৌলভীবাজার
মৌলভীবাজারে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৯ এর একটি দল জেলার সদর থানাধীন শেরপুর গোল চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে।
তার নাম মো. বদরুল মিয়া (২৮)। বদরুল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার স্বস্থিপুর এলাকার বাসিন্দা মখলিছ মিয়ার ছেলে।
শুক্রবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।