সিলেট

সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ  সিলেট মহানগরীর আখালিয়া এলাকায় সাইফুর রহমান সুমন (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে আখালিয়া নোয়াপাড়ার বন্ধন সি-১৩/২ বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

সুমন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রামের আশিকুর রহমানের ছেলে। তিনি আখালিয়া নোয়াপাড়ার বন্ধন সি-১৩/২ বাসায় থাকতেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, সোমবার সন্ধ্যারাত ৭টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দিলে জালালাবাদ থানার একদল পুলিশ নোয়াপাড়ার বন্ধন সি-১৩/২ বাসার নিচ তলার রুমের জানালার গ্রিলের সঙ্গে সুমনের গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে পুলিশ।

ময়না তদন্তের জন্য লাশ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

Back to top button