তাহিরপুরে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ঘরবাড়ি ও বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আধঘন্টা ব্যাপী এই ঝড় বয়ে যায়। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা সম্পূর্ণ জানাযায় নি আর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি।
খোঁজ নিয়ে আরও জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া, দীঘিরপাড়, লাউড়েরগড়, তাহিরপুর সদরসহ উত্তর শ্রীপুর ইউনিয়ন, দক্ষিণ শ্রীপুর, দক্ষিণ বড়দল, বালিজুরী ইউনিয়নের বিভিন্ন গ্রামে দু-শতাধিক ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে। এসব ঘরবাড়িতে থাকা মানুষজন ও গৃহপালিত পশু নিয়ে মহা বিপদে পরেছ। সকাল থেকে এসব বাড়ি ঘরে মেরামত করছে কিছু কিছু পরিবার।
উত্তর বড়দল ইউনিয়নের বাসিন্দা আশরাফুল ইসলাম আকাশ জানান,রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে আমতৈল,পুরানঘাটসহ কয়েকটি গ্রামের প্রায় একশত ঘরবাড়ি,গাছপালা ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। একেই ইউনিয়নের পুরানঘাট গ্রামের ফজলু মিয়া জানান, ঝড় ও শিলা বৃষ্টিতে তার ৫কিয়ার জমির মধ্যে ১কিয়ার ক্ষতি হয়েছে।
সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের কৃষক ও ইউনিয়ন পরিষদের সদস্য তোজাম্মিল হক নাসরুম জানান, রাতে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ৫কিয়ার বোরো জমি শিলা বৃষ্টিতে বেশির ভাগ ক্ষতি হয়েছে।
উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুক মিয়া তার ইউনিয়নে প্রায় ৮০-৯০টি ঘরবাড়ি ঝড়ে ভেঙে গেছে ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে যায় ঘরবাড়িতে থাকা মানুষ জন কষ্টের মধ্যে পড়েছে। তবে মানুষ আহত হওয়ার খবর পাইনি বলে জানান।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী জানান, সকালে শনির হাওরে গিয়েছিলাম হাওরের বেশীর ভাগ বোরো জমি শিলা বৃষ্টি ও কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
পল্লী বিদ্যুৎতের তাহিরপুর উপজেলা পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদ জানান, উপজেলায় রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে অনেক বিদ্যুতের খুটি ভেঙ্গে ও তার ছিড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছি সকাল থেকে মেরামত কাজ চলছে।
তাহিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দোলা জানান, হাওরে পাকা ধানের পরিমান কম। তাই ক্ষতির পরিমান কম হবে। আমরা তথ্য সংগ্রহ করছি কি পরিমান ক্ষতি হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির জানান,শুক্রবার রাতে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ও শিলা বৃষ্টিতে কিছু ঘর বাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনও তথ্য পাওয়া যায় নি। তথ্য সংগ্রহ করা হচ্ছে।