সুনামগঞ্জ

হাওরে নেই নববর্ষের আনন্দ, আছে শুধু হাহাকার

নিউজ ডেস্ক-  সুনামগঞ্জ গেল বছরেও হাওরে ছিল বৈশাখী মেলা। নারী,পুরুষ,অবাল, বৃদ্ধ, বনিতা, ছোট ছেলে-মেয়েরা বৈশাখী পোশাক পড়ে ঘুরে বেড়াত দিকবিদিক।

এ বছর কয়েকটি হাওরের বাঁধ ভেঙে প্রায় ৫ হাজার একর জমির ফসল পানির নিচে তলিয়ে যায়। এবং ১৮টি হাওরের ফসল পানিতে ডুবে যায়। এখন যে জমিগুলো রয়েছে তা নিয়েও রয়েছে হাওরবাসীর মধ্যে শঙ্কা। একটু বৃষ্টি কিংবা আবহাওয়া বৈরি হলেই হাওরবাসী পড়েন চরম আতঙ্কে। এই বুঝি তাদের সারা বছরের কষ্টের সোনালি ফসল পানির নিচে তলিয়ে যাবে। তাই হাওরপাড়ে বৈশাখের আনন্দের বদলে বইছে শোকের বন্যা।

বৃহস্পতিবার ছিল আবহমান বাংলার ঐতিহ্যে লালিত পহেলা বৈশাখ। বিগত বছরগুলোতেও পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন জায়গায় বসতো বৈশাখী মেলা। কিষাণ-কিষাণীরা পড়তো বৈশাখী পোশাক। শুক্রবার দিনব্যাপী হাওর এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, কোথাও কোন মেলা নেই, নেই কোন আনন্দ। শুধুমাত্র উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাটে হাওরবাংলা বাগান বাড়িতে ছোট মেয়েদের নাগরদোলায় উঠতে দেখা গেছে।

হাওরপাড়ের বাসিন্দা মধ্যনগর উপজেলা চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু বলেন, আনন্দ করবে কেমনে? যে ফসলগুলো এখনও মাঠে আছে তা গোলায় তুলতে পারবে কিনা তা নিয়েই রয়েছে সংশয়।

তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী বলেন, হাওরবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। হাওরপাড়ের কোথাও কোন মেলা কিংবা আনন্দ উৎসব নেই।

Back to top button