সুনামগঞ্জ

সুনামগঞ্জে খিচুড়ি খেয়ে একই পরিবারের ৬ জন অজ্ঞান

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইফতারের খিচুড়ি খেয়ে নারী ও শিশুসহ এক পরিবারের ছয়জন অজ্ঞান হয়েছেন। প্রথমে তাদেরকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে গত বুধবার (১৩ এপ্রিল) উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তারা হলেন, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ উস্তিংগেরগাঁও গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী শুক্কুর বানু (৫৫), রমজান আলীর স্ত্রী শাহেদা বেগম (২০), আব্দুর রশিদের স্ত্রী দিলোয়ারা বেগম (২৬), আছমা বেগম (৯), নাইমা বেগম (৭) ও ফাইমা বেগম (৪)।

স্থানীয়রা জানান, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ উস্তেংগেরগাও গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে গত মঙ্গলবার ইফতার খাবার খেলে পরিবারের ছয় সদস্য অজ্ঞান হয়ে পড়েন। পরে এলাকাবাসী ও পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শাহেদা বেগমের স্বামী রমজান আলী জানান, শ্বশুর বাড়ি গিয়ে দেখেন তার বড় শালার তিন সন্তান অজ্ঞান হয়ে ঘরের মেঝেতে পড়ে আছে। পরে তার শাশুড়ি এবং ভাবীও অজ্ঞান হয়ে পড়েন। ইফতার গ্রহণের পর পরিবারের সবাই নিজেদের রান্না খিচুড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেছে।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, অভিযোগ পাওয়ার পর ওই বাড়িটি পরিদর্শন করা হয়েছে। ডাক্তার জানিয়েছেন ফুড পয়জনিং হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এখন তাদের জ্ঞান ফিরেছে, তারা সুস্থ আছে।

 

Back to top button