সিলেট

লালবাজারের হোটেলে মিলল গোলাপগঞ্জের ব্যবসায়ীর লাশ

সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে খালেদ আহমদ (৩৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর লালবাজারের হোটেল আল মিনারের ৪র্থ তলার ৪১৪ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন খালেদ আহমদ। তিনি গোলাপগঞ্জ উপজেলার খাটখাই গ্রামের উনু মিয়ার ছেলে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, খালেদ আহমদ ব্যবসার কাজে মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে হোটেলে অবস্থান করেন। বুধবার দুপুরে তাকে ডাকাডাকি করা হলেও সাড়া শব্দ মিলেনি। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা খুলে মরদেহ উদ্ধার করে।

এদিকে খবর পেয়ে পিবিআই ঘটনাস্থল থেকে মরদেহের আলামত সংগ্রহ করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। তবে ওই ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Back to top button