মৌলভীবাজার

মৌলভীবাজার সদর হাসপাতালে একমাস যাবত এক্স-রে মেশিন অচল, দুর্ভোগ চরমে

মৌলভীবাজার সদরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের এক্স-রে মেশিনটি গত ১৭ ফেব্রুয়ারি থেকে নষ্ট হয়ে আছে। সরকারি হাসপাতাল হওয়াতে কম মূল্যে গরিব রোগীরা এখানে জরুরি এক্স-রে করাতে পারতেন।

কিন্তু বর্তমানে মেশিনটি অচল থাকায় বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারে গিয়ে ২-৩ গুণ বেশি মুল্যে এক্স-রে করতে হচ্ছে । ফলে প্রতিদিন জেলার ৭টি উপজেলার হাজার হাজার রোগী চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বুধবার সকালে সদর হাসপাতালে গেলে দেখা যায় জেলার বিভিন্ন এলাকার শত শত রোগী এসেছেন চিকিৎসা নিতে। শিশু এবং বয়স্করা বেশি শ্বাস নালীর বিভিন্ন সমস্যায় ভোগছেন। এসব রোগীর চিকিৎসা দিতে এক্সরে করার প্রয়োজনীয়তা অপরিহার্য। কিন্তু হাসপাতালের এক্সরে মেশিন অচল থাকায় ডাক্তারদের পরামর্শে বাইরে থেকে করে নিয়ে আসার জন্য।

চিকিৎসা নিতে আসা রোগী রোহান মিয়া, জরিনা বিবি জানান, আগে এই হাসপাতালে এক্স-রে করেছি ১৫০ টাকায়। এখন বাইরে থেকে সেটি করতে হচ্ছে ৩৫০ টাকায়।

মৌলভীবাজার সদর হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. হুমায়ুন কবির বলেন, এক্সরে মেশিন অচল হওয়ার পর আমরা ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেনেন্স ওয়ার্কশপ এন্ড ট্রেইনিং সেন্টারে চিঠি দিয়েছি। তারা সরেজমিন এসে সমস্যা চিহ্নিত করে গেছে। তবে এখনো মেশিনটি সচল করা সম্ভব হয়নি, রোগীদের দূর্ভোগ বেড়েছে।

Back to top button