সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকরা সর্বোচ্চ সহায়তা পাবেন: উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম দ্বিতীয় দিনের মতো হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বলেছেন, পাহাড়ি ঢলে সুনামগঞ্জ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সর্বোচ্চ সহায়তা দেয়া হবে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, ত্রাণ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত কৃষকেরা সহযোগিতা পাবেন।
শুক্রবার সকাল ১০টায় দিরাই উপজেলার চাপতির হাওরের ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেন তিনি। সেখানকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. ফজলুর রশিদ, পাউবোর উত্তর পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির প্রমুখ।
এদিকে নদীও হাওরের পানি কিছুটা কমায় বাঁধ ভাঙা শঙ্কা কমছে। আর ফাটল দেওয়া বাঁধ মেরামত কাজ করছেন কৃষক থেকে শুরু করে প্রশাসন।
গেল ৭ দিনে পাহাড়ি ঢল হাওরের পানি বৃদ্ধি পেয়ে ৮টি বাঁধ ভেঙে পানিতে তলিয়েছে কৃষকের ১০ হাজার হেক্টরেরও বেশি ফসল।