সাবেক মেয়র কামরানের বাসায় হামলার ঘটনায় মামলা

নিউজ ডেস্কঃ সিলেট নগরের ছড়ারপার ও মাছিমপুর এলাকার মধ্যে সংঘর্ষের ঘটনায় আজ বৃহস্পতিবার পর্যন্ত কোনো পক্ষ মামলা না করলেও পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গতকাল বুধবার রাতেই অজ্ঞাত আসামীদের নামে এই মামলা দায়ের করে কোতোয়ালি থানা পুলিশ। সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি এ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সিলেট নগরের ছড়ারপাড় ও মাছিমপুর এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় ছড়ার পাড় এলাকার সিলেট সিটি প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় হামলা চালায় একটি পক্ষ। সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনাও ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। দুই তরুণের ঝগড়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। এখন পর্যন্ত দুপক্ষের কেউ মামলা দায়ের করেননি। তবে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এখনো কেউ আটক হয়নি।