সুনামগঞ্জ

সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে আলমগীর ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি সৈয়দপুর গ্রামের ওসমান ভূঁইয়ার ছেলে।

বুধবার (৬ এপ্রিল) রাতে পূর্বশত্রুতার জের ধরে সৈয়দপুর (বালুচর খাটি) গ্রামের বালুচর পয়েন্টে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, কয়েকদিন আগে শিশুদের ঝগড়াকে কেন্দ্রে করে নিহত আলমগীর ভূঁইয়া ও অভিযুক্ত সোহেল মিয়ার (২০) মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। সেই শত্রুতার জের ধরে রাতে আলমগীর ভূঁইয়া সৈয়দপুর বাজারে যাওয়ার পথে সোহেল মিয়া পেছন থেকে এসে থাকে এলোপাথাড়ি ভাবে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে আলমগীরের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে সোহেল পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেল মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Back to top button