বড়লেখায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজার বড়লেখায় সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলা উদ্দিন নামের অবসরপ্রাপ্ত এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহতের বাড়ি উপজেলার দক্ষিনভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে। তিনি চার সন্তানের জনক।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিনভাগ দক্ষিণ ইউনিয়নের হাতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দুই ঘটিকার দিকে উপজেলার দক্ষিনভাগ দক্ষিণ ইউনিয়নের হাতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বড়লেখাগামী সিএনজির সামনে বসা আলা উদ্দিন মারাত্মক জখম হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তাকে স্থানীয়রা উদ্ধার করে একজন স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত হন৷ এ ঘটনায় আরও দুই আহত হয়েছেন।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দাখিল করেনি’।