সুনামগঞ্জে নির্ঘুম রাত কাটছে হাওর পাড়ের কৃষকদের

টাইমস ডেস্কঃ আর কদিন বাদেই সোনালী রং লাগবে হাওরের সবুজ রাজ্যে, পাকা ধানের গন্ধে মাতোয়ারা হবে হাওরাঞ্চল।
হাওর রক্ষা বাঁধ মারাত্মক ঝুঁকিতে থাকায় উদ্বেগ উৎকন্ঠা আর দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন হাওর পাড়ের কৃষকেরা।
পাহাড়ি ঢলের কারণে দ্রুত সুনামগঞ্জ জেলার প্রধান নদ নদীগুলোর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় হাওর রক্ষা বাঁধগুলো মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। দিরাই সহ ভাটির এ অঞ্চলে কৃষকদের একমাত্র সম্বল বোরোধান। এক ফসলী হাওরাঞ্চলে বোরোধানের উপর নির্ভরশীল কৃষকের মুখের হাসি যেন নিমিষেই নিমজ্জিত হওয়ার পথে। বোরো আবাদের প্রথম দিকে অনাবৃষ্টির কারণে ফসলের কিছুটা ক্ষতি হলেও শেষ পর্যন্ত বৃষ্টি হওয়ায় কৃষকেরা প্রাণ ফিরে পেয়েছিলেন, বর্তমানে হাওরের কিছু জমির ফসল সোনালী রং ধারণ করলেও অধিকাংশ কাঁচা রয়েছে।
গত দুইদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদে মাইকিং হতে শোনা যায় বাঁধ ঝুকিপূর্ণ হয়ে গেছে এলাকাবাসী সবাই নিজ নিজ দায়িত্বে ঝুড়ি কোদাল বস্তা নিয়ে বাঁধে আসেন। হঠাৎ এমন ঘোষণা শোনার পর অসহায় কৃষকেরা যে যা পেরেছেন তা নিয়েই বাঁধ রক্ষায় ছুটে গেছেন।
দফায় দফায় মাইকিং করে এলাকার সাধারণ মানুষদের অনুরোধ করলে অনেকেই সাধ্যমত কাজ করেছেন যাতে করে বাঁধ ঝুঁকিমুক্ত হয়।
উপজেলা প্রশাসন ও পাউবো’র পক্ষ থেকে গুরুত্বসহকারে তদারকি করতে দেখা যায়।
হাওর রক্ষা বাঁধের গুনগত মান ঠিক না থাকা ও অপরিকল্পিত হওয়ার অভিযোগ হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দের।
অন্যদিকে যাদের মাধ্যমে হাওর রক্ষা বাঁধ বাস্তবায়ন করা হচ্ছে পিআইসির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সাথে কথা বললে তারা বলেন, হাওর রক্ষা বাঁধে দুর্নীতি বা গাফেলতি করার সুযোগ নাই আমি নিজেও কৃষক এই হাওরে আমার আবাদকৃত জমি রয়েছে যে জমির ফসলের উপর আমি ও আমার পরিবার নির্ভরশীল। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দিকনির্দেশনায় নীতিমালা মেনে কাজ সম্পাদন করেছি।
এদিকে বুধবার উপজেলার টাংনির হাওরে বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করায় অন্তত তিনশত হেক্টর জমির ফসল ক্ষতির আশংকা করছেন কৃষকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, অস্বাভাবিকভাবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কিছু বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উপজেলা প্রশাসন ও পাউবো বাঁধ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।