সিলেট

সিলেট হরিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাইমস ডেস্কঃ সিলেটে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের পাশে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্ততঃ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, বাসটি সিলেট থেকে জাফলং যাচ্ছিলো।

হরিপুর বাজারের অদূরে হঠাৎ একটি টমটমের পিছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত থেকে বাসের সামনে এসে পড়ে। এসময় মোটরসাইকেল ও বাসের সংঘর্ষ ঘটলে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ।
বুধবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

Back to top button