বড়লেখা

বড়লেখায় ইউনিক আইডি তৈরীতে শিক্ষার্থীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ

বড়লেখা প্রতিনিধি :বড়লেখা উপজেলার ছোটলেখা উচ্চবিদ্যালয়ে ইউনিক আইডি তৈরিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা করে আদায় করা হচ্ছে। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ, টাকা ছাড়া কোন শিক্ষার্থী ইউনিক আইডি ফরমের ফটোকপি পূরণ করে জমা দিলে তা ছুঁড়ে ফেলে দেয়া হচ্ছে। এছাড়া অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড প্রদানে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। এতে তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা সোমবার ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, স্ট্যাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইইআইএমএস) প্রকল্পের আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক ও শিক্ষা সংক্রান্ত সব তথ্য থাকবে। শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে এই আইডি জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) রূপান্তরিত হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের কোন নিয়ম নেই।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ইউনিক আইডির জন্য উপজেলার ছোটলেখা উচ্চবিদ্যালয়ে সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাতে ইউনিক আইডির ফরম ধরিয়ে ৩০ টাকা করে আদায় করছে। যদিও এক্ষেত্রে টাকা আদায়ের নিয়ম নেই। এছাড়া অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড প্রদানে ৫০ টাকা করে ফি আদায় করা হচ্ছে।

অভিযোগকারী শিক্ষার্থীর অভিভাবক সিরাজ উদ্দিন, জাহেদ আহমদ, রঞ্জন কর, মস্তাব উদ্দিন, গোলজার আহমদ ও ফাতিমা বেগম প্রমুখ বলেন, অন্য বিদ্যালয়ে টাকা ছাড়া শিক্ষার্থীদের ইউনিক আইডি করে দেয়া হচ্ছে। শুধু ছোটলেখা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা করে নেয়া হচ্ছে। টাকা ছাড়া কোন শিক্ষার্থী ফরমের ফটোকপি পূরণ করে জমা দিলে তা ফেলে দেয়া হচ্ছে। অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড প্রদানেও অতিরিক্ত ফি আদায় হচ্ছে।

শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ স্বীকার করে ছোটলেখা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উসমান আলী জানান, ইউনিক আইডি ফরম পূরণ ও অনলাইনে ডাটা এন্ট্রি করতে আমরা একজন লোক রেখেছি। এছাড়াও আমাদের এমবি (মেগাবাইট) কিনতে হচ্ছে। বিদ্যালয় কমিটিকে বলেই শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিচ্ছি। ইউনিক আইডি ফরমের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের কোনো নিয়ম আছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম জানান, ইউনিক আইডি ফরমপূরণ ও অনলাইনে ডাটা এন্ট্রি করতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার কোন বিধান নেই। কোন শিক্ষা প্রতষ্ঠান টাকা আদায় করলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

Back to top button