সুনামগঞ্জ

২দিনেও খোঁজ মিলেনি সুনামগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ বাংলাদেশি যুবকের

টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে সীমান্তের ওপার থেকে আনা চোরাইগরু পারাপারকালে নদীতে ডুবে তাজুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ২ দিনেও তার কোনো সন্ধান মিলেনি। তিনি উপজেলার বগুলাবাজার ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুল হাশিমের ছেলে।

রোববার (৩ এপ্রিল)দিনগত রাতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া সীমান্তের পাহাড়ি খরস্রোতা খাসিয়ামারা নদীতে দূর্ঘটনাটি ঘটে।

বগুলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান জানান. রোববার সন্ধ্যায় ভারত থেকে গরু আনতে যান তাজুল ইসলামসহ ২০/২৫ যুবক। গরু পারাপারের সময় অন্য সবাই গরুসহ সাঁতার কেটে তীরে উঠলেও নদীর প্রবল স্রোতে তলিয়ে যান তাজুল ইসলাম। সোমবার সকাল থেকে অনেক খোঁজাখুঁজির পর এখনো তার কোনো সন্ধান মিলেনি।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, তাজুল ইসলামের স্ত্রী সাহেদা আক্তার থানায় একটি জিডি করেছেন। আমরা গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছি।

Back to top button