শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে কুপিয়ে জখম

বরিশাল জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-কোচ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদকসহ দুজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় সাধারণ সম্পাদকের বাড়িসহ তিনটি ঘরে হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমন মোল্লা (৪০) ও অপরজন আল আমিন (২৫) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সুমন মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে, হামলার খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোতোয়ালী থানার একাধিক টিম ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।
আহত সুমন মোল্লার মা সেতারা বেগম জানিয়েছেন, ‘সুমন রোজা ছিল। সোমবার ইফতারের ৫ থেকে ১০মিনিট পূর্বে বাসায় ইফতার করতে যায়। এ সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী হঠাৎ করেই সুমনের ওপর হামলা করে। তারা সুমন ও প্রতিবেশী শুক্কুর খলিফার ছেলে আল আমিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।’
অপরদিকে সুমন মোল্লার স্ত্রী আইরিন আক্তার অভিযোগ করেছেন, ‘রূপাতলী বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়ন দখল নিয়ে চলমান বিরোধের সূত্র ধরে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা সুমন মোল্লাকে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘হামলাকারীরা শুধু সুমন ও আল আমিনকে কুপিয়ে জখম করেনি। তারা সুমন ও তার মায়ের বসতঘর এবং অপর এক প্রতিবেশীসহ মোট তিনটি ঘরে হামলা ভাঙচুর করে। পরে তারা সুমন মোল্লাকে ঘরের রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে আটকে রাখে। এরপর পুলিশের সহযোগিতায় সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আলামিন অভিযোগ করেন বলেন, ‘রুপাতলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুম, সেক্রেটারি রনি, কাউন্সিলর জাকির মোল্লা, মনির মোল্লা চাইনিজ কুড়াল দিয়ে তাদের কুপিয়ে জখম করেছে।’
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, সুমনের মাথাসহ সারা শরীরের জখমের চিহ্ন রয়েছে, তাকে দ্রুত সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। রাত ৯টার দিকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আর আলামিন এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
এ বিষয়ে ২৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির বলেন, ঝামেলার খবর শুনে আমি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ঘটনাস্থলে গিয়েছি। আমার উপস্থিতিতে বা নেতৃত্বে তো কোনো হামলার প্রশ্নই ওঠেনা। ওটা গুজব।
২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনি দাবি করেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। আহতদের অভিযোগ ভিত্তিহীন।
বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, আমরা কারো উপর হামলা চালাইনি। আমাদের উপর হামলার চেষ্টা চলছে প্রতিনিয়ত।
এ প্রসঙ্গে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ‘কি নিয়ে ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। তবে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্বে গত কয়েকদিন ধরেই রূপাতলী এলাকায় সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী শ্রমিক নেতাদের কুপিয়ে জখম করার অভিযোগ সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী নেতাদের বিরুদ্ধে। গতকাল রোববারও ইউনিয়নের একাংশের সভাপতি সুলতান মাহমুদসহ সাতজনকে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।