
গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে ১ মহিলা নিহত ও ২ জন আহত হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীর গাঁও ইউনিয়নের নয়ামাটি গ্রামের মোঃ আলীম পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির পাশের হাওরে কৃষি কাজ করতে গেলে দুপুরের দিকে বজ্রপাতে আলিম উদ্দিন, তার স্ত্রী মর্জিনা ও ছোট ভাই গুরুতর আহত হয়, আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্বার করে সিওমেক হাসপাতালে নেওয়ার পথে মর্জিনা বেগম নিহত হন। নিহত মর্জিনা বেগম ৫ কন্যা সন্তানের জননী।
গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) ওমর ফারুক বজ্রপাতে ১ মহিলা নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিৎ করেছেন।