
টাইমস ডেস্কঃ জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর মধ্যে রবিবার দিবাগত মধ্যরাত থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ থামাতে গিয়ে মধ্যস্থতাকারী একজন মারা গেছেন।
আজ সোমবার (৪ এপ্রিল) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া সালেহ আহমদ একজন কুরআনে হাফিজ ও মাওলানা। সংঘর্ষে জড়িয়ে পড়া লোকজনের হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। সালেহ আহমদ উপজেলার হাউদপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমির বিরোধ নিয়ে রবিবার দিবাগত মধ্যরাত থেকে হরিপুর বাজারে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর মধ্যে দেশিয় অস্ত্র নিয়ে ও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের টানা ১০ ঘন্টার এ সংঘর্ষ থামাতে গিয়ে সোমবার সকাল ৭ টার দিকে সালেহ আহমদসহ কয়েকজন মধ্যস্থতার উদ্যোগ নিলে তাদের উপর নির্মমভাবে এ হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাওলানা সালেহ আহমদ। এ ঘটনায় আরো কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।
এ ঘটনার জেরে হাউদপাড়া গ্রামের বাসিন্দারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেছেন। তারা আরও মারামারির প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। যেকোনো সময় সংঘর্ষ আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।