দিরাইয়ে পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

নিউজ ডেস্ক-সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রাম সংলগ্ন বালি বিল থেকে তাদের লাশ উদ্ধার করে স্বজনরা। নিহতরা হলো চান্দপুর গ্রামের রাজকুমার দাসের ছেলে রক্তিম দাস (৭), প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৮) ও দীপক দাসের মেয়ে বিন্দা দাস (৭)।
জানা যায়, প্রতিবেশী নিকটাত্মীয় তিন শিশুকে সকাল ১১টা থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে বাড়ি সংলগ্ন বালি বিলের পাড়ে নিহত শিশুদের জুতা পাওয়া যায়। খোঁজাখুজি করে বালি বিলের উত্তর পশ্চিম কোনে পানিতে তলিয়ে থাকা অবস্থা থেকে তিন শিশুর লাশ উদ্ধার করে স্বজনরা। খবর পেয়ে দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন ঘটনাস্থলে যান।
করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস ও দিরাই থানা পুলিশ পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।