সিলেট জেলা বিএনপির সম্মেলন, সভাপতি কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান!

সিলেটঃ কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে সিলেট জেলা বিএনপির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কাইয়ুম চৌধুরী ও সাধারন সম্পাদক হিসাবে এমরান চৌধুরী নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গফফার ফলাফল নিশ্চিত করেন।
সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ৮৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাহের চৌধুরী শামীম পান ৬৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট এমরান আহমদ চৌধুরী ৭৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী আহমদ পান ৫৭৩ ভোট। এ পদে অন্য ২ প্রার্থী আব্দুল মান্নান ৮১ ভোট ও আ.ফ.ম কামাল ৭২ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে শামীম আহমদ ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মুজিবুর রহমান পান ৪৬৪ ভোট ও লোকমান আহমদ পান ৪৩৯ ভোট।
কাউন্সিলকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। এছাড়া দলীয় নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। কাউন্সিলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ রিটার্নিং ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।