মৌলভীবাজারে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষ, প্রকৌশলী নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৌলভীবাজার সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম নিহত হয়েছেন।
শনিবার (২৬ মার্চ) রাত ৯ টার দিকে ৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সামনে এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম রশিদ।
তিনি জানান- প্রাইভেটকার ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে উপ-সহকারী প্রকৌশলী (সড়ক উপ-বিভাগ শ্রীমঙ্গল) মাসুদ রানা গুরুতর আহত অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সড়ক বিভাগ, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন রাত ১টায় জানান- প্রাইভেটকারটি মৌলভীবাজারের দিকে অগ্রসর হচ্ছিল। প্রাইভেটকারে দুইজনই ছিলেন। সেটি ড্রাইভ করছিলেন উপ-সহকারী প্রকৌশলী (সড়ক উপ-বিভাগ শ্রীমঙ্গল) মাসুদ রানা। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে নিয়ে একটি আম্বুল্যান্স সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পথে রওয়ানা হয়েছে।
তবে কিভাবে ঘটনাটি ঘটেছে তা জানাতে পারেননি তিনি।