সিলেট

কাতারের সেনাবাহিনীতে সিলেটের ছেলে হাসান

টাইমস ডেস্কঃ কাতার সেনাবাহিনীতে চাকরির সুযোগ পেয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার হাসানুর রহমান। তিনি উপজেলার অলংকারি ইউনিয়নের টেক কামালপুর গ্রামের হাবিবুর রহমান ও শিউলি বেগম দম্পতির বড় ছেলে। তিন ভাইয়ের মধ্যে হাসানুর রহমান প্রথম।

সম্প্রতি হাসানুর রহমান কাতার সেনাবাহিনীতে (আর্মি ফোর্স) যোগদান করেন।

তার পারিবারিক সূত্র জানায়, হাসানুর রহমানের বাবা হাবিবুর রহমান কাতার প্রবাসী। সে সুবাদে উচ্চ শিক্ষা লাভের জন্য গত চার বছর আগে তিনি কাতার যান। সেখানে লেখাপড়া শেষে তিনি কাতার আর্মিতে যোগ দেন।

তার এই সাফল্যে হাসানুর রহমানের গ্রামের বাড়ি টেক কামালপুরে আনন্দের খুশির বন্যা বইছে।

Back to top button