সিলেট

সিলেটে চৈত্রের দুপুরে এক পশলা বৃষ্টিতে স্বস্তি

নিজস্ব প্রতিবেদকঃ বাড়ছে তাপমাত্রা, সেই সাথে বেড়েছে ভ্যাপসা গরম, ধুলাবালি আর রোদে গাছের পাতায় ধরেছে লাল আভা। অনেকের প্রার্থনায় ছিলো বৃষ্টি, অবশেষে শ্রষ্টা তরফ থেকে আসলো বৃষ্টি। অবশেষে আবহাওয়ার পূর্ভাবাস সত্য করে বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিভিন্ন জায়গায় হয়েছে স্বস্তির বৃষ্টি।

বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের আকাশ ছিলো মেঘলা। গতকাল সিলেট অঞ্চলে বৃষ্টি হওয়ার পূর্বাভাসও দিয়েছিলো আবহাওয়া অধিদপ্তর। সেই পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে সিলেটে আকাশ ভেঙে নামে এক পশলা বৃষ্টি। সে বৃষ্টিতে রাস্তাঘাটের ধুলো-বালি কমানোসহ বোরো ধান ও রবিশস্যের অনেক লাভ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে বেশীক্ষন দীর্ঘস্থায়ী হয়নি বৃষ্টি, ২০-২৫ মিনিট পর আবার আকাশ দেখা যায় অনেকটা রৌদ্রজ্বল।

Back to top button