সিলেট

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর পূর্ব শাপলাবাগে বিদ্যুতের সঞ্চালন তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটেছে।

নিহত সোহান মিয়া মৌলভীবাজারের কুলাউড়া থানার বিজলী গ্রামের আরজান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে ওই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা শ্রমিক সোহান মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

Back to top button