হবিগঞ্জ
১১ বছর পালিয়ে দুবাই, দেশে ফিরে গ্রেফতার

দুই বছরের সশ্রম কারাদণ্ড থেকে রক্ষা পেতে ১১ বছর বিদেশে পালিয়ে ছিলেন হবিগঞ্জের মাধবপুরের পেয়ার হোসেন (৪০)। দেশে ফিরেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।
মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর বরগ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে পেয়ার হোসেন দুবাই থেকে বাড়িতে আসেন। তিনি উত্তর বরগ গ্রামের সামছু মিয়ার ছেলে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ছাতক থানার ২০০৫ সালের একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় পেয়ার হোসেনের দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন আদালত। এরপর গোপনে তিনি দুবাই চলে যান। সেখানে ১১ বছর থাকার পর এক সপ্তাহ আগে বাড়ি ফেরেন। খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে সাজাপাপ্ত পিয়ার হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।