কোম্পানীগঞ্জ বিএনপির ‘পকেট কমিটি’ বাতিলের দাবীতে ঝাঁড়ু মিছিল

নিউজ ডেস্কঃ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে এ কমিটি বাতিলের দাবীতে ঝাঁড়ু মিছিল করেছে দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।সোমবার বিকেলে উপজেলার টুকেরবাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা বিএনপি’র সাবেক গণশিক্ষা সম্পাদক উসমান খানের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বাদশার পরিচালনায় ঝাঁড়ু মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এলাইছ আহমদ মেম্বার, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইকবাল হসেন আরিফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমান।
ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট আলাউদ্দিন, সাবেক ইসলামপুর পশ্চিম ইউপি যুবদলের সভাপতি আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ বাবুল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদ, ইসলামপুর পশ্চিম ইউপি ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক পাশা, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ আহমেদ, ইসলামপুর পশ্চিম ইউপি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, শ্রমিকদল নেতা হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল সদস্য রিপন মিয়া, তেলিখাল ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াসীম, ইসলামপুর পশ্চিম ইউপি ছাত্রদলের সহ-সভাপতি জজ মিয়া, ছাত্রদল নেতা জুরহান মিয়া, ইউপি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এলাইছ আহমেদ, সাবেক ছাত্রদল নেতা আয়নাল হক, উপজেলা শ্রমিক দল সদস্য আলী হোসেন, মামুন মিয়া, ছাত্রদল নেতা রায়হান আহমদ, শ্রমিকদল নেতা গোলাপ মিয়া, উত্তর রনিখাই ইউপি বিএনপি নেতা ওয়াসিম আলী, আসগর আলী, আনসার উদ্দিন, আব্দুল বারেক, উত্তর রনিখাই ইউপি ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আলী হোসেন, শ্রমিকদল নেতা জালাল উদ্দিন, ইসলামপুর ইউপি ছাত্রদলের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রাজন মিয়া, সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলাম, উপজেলা বিএনপির মহিলা নেতৃবৃন্দের মধ্যে মালেকা বেগম, রেহেনা বেগম ও চম্পা বেগম প্রমুখ অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তারা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক আলী আকবরের পদত্যাগ দাবি করেন।
তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক মিলে উপজেলার ত্যাগী নেতাদের বাদ দিয়ে ‘পকেট কমিটি’ গঠন করেছেন। এ কমিটি বাদ দিয়ে ত্যাগী ও যোগ্য নেতাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন বলেন, উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনে কোনো অনিয়ম হয়ে থাকলে গঠনমূলক সমালোচনা হতে পারে। বিষয়টি নিয়ে দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা সাপেক্ষে দলের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন।
প্রসঙ্গত, ১৮ মার্চ জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার এবং সম্মেলন ও কাউন্সিলর ২০২২’র প্রধান নির্বাচন কমিশনার আব্দুল গফফার অ্যাডভোকেট স্বাক্ষরিত উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
সূত্রঃ শ্যামল সিলেট