সিলেট

ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবী জানালেন আরিফ

টাইমস ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশন মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী সরকারের প্রতি দাবী জানিয়েছেন, গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে দ্রুত খুজে বের করতে।

মঙ্গলবার (২২ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন।

মেয়র বলেন, আমি তীব্র ক্ষোভ ও দুঃখের সাথে স্মরণ করছি গুম হয়ে যাওয়া সিলেটের প্রাণ পুরুষ জননেতা এম ইলিয়াস আলী, দিনার, জুনেদ সহ সকল নেতাকর্মীর। অবিলম্বে তাদের খুঁজে বের করার উদাত্ত আহ্বান জানাই সরকারের প্রতি ।

এসময় তিনি মৃত দলের নেতাকর্মীকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, সিলেটের প্রাণ পুরুষ মরহুম এম সাইফুর রহমান, বীর মুক্তিযােদ্ধা মাসুদ চোধুরা, রাজা, এডভােকেট শহিদ আলী,খন্দকার আবদুল মালিক ফতেহ ইউনুস খান, রফিকুল ইসলাম শিশু, ফাতেমা চৌধুরী, শ্রী সুধির নারায়ণ, ঝর্ণা দে,বিলকিস জায়গিরদার মােজাম্মেল আলি সহ সকল পর্যায়ের বিএনপি ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আমাদের ছেড়ে পরকালে পাড়ি দিয়েছেন আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করি।

Back to top button