সিলেট
সিলেট জেলা বিএনপির সভাপতি পদ থেকে আরিফের প্রার্থীতা প্রত্যাহার

টাইমস ডেস্কঃ : নানা নাটকীয়তার পর সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে প্রার্থীতা প্রত্যাহার করলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী।
কেন্দ্রীয় নির্দেশে তিনি সভাপতি পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন তিনি। তবে কি কারণে কেন্দ্র এমন নির্দেশনা দিলো তা বলেননি বিএনপির এই প্রভাবশালী নেতা।
আজ মঙ্গলবার নগরের এক কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন আরিফ।এসময় বিএনপির একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।