সিলেট

সিলেটে অন্যের আঙ্গুলের ছাপ ও এনআইডি দিয়ে বিক্রি হচ্ছে মোবাইল সিম

নিউজ ডেস্কঃ বিক্রি হচ্ছে আপনার আমার আঙ্গুলের ছাপ। একজনের এনআইডি বা বায়োমেট্রিকে মোবাইল সিম বিক্রি করা হচ্ছে অন্যদের কাছে। এসব সিম মিলছে রাস্তাঘাটে ফেরিওয়ালার কাছেও। আর এই সিম দিয়ে কেউ অপরাধ করলে ফেঁসে যাবেন অন্য ব্যক্তি। এমন জালিয়াতি বন্ধে দীর্ঘদিন ধরে তাগাদা দিয়ে আসছে প্রযুক্তি বিশ্লেষক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। যদিও, মোবাইল ফোন অপারেটরদের দাবি যথাযথ প্রক্রিয়া মেনেই সিম সরবরাহ করেন তারা। গ্রামীণ ফোন কোম্পানি সিলেটের কাস্টমার কেয়ার বলছে- এসব জালিয়াতির বিষয় তারা কিছু জানেন না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একজন গ্রাহককে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়াই দুটি সিমকার্ড কেনার অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে কেনার পরবর্তী ৬ মাসের মধ্যে মোবাইল অপারেটরের মাধ্যমে এনআইডি কার্ডের বিপরীতে সিমগুলো নিবন্ধন করতে হবে। নিবন্ধন করা না হলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সরকারী নির্দেশনা অমান্য করে ফেরিওয়ালা সিলেটে ভুয়া নামে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির সিমকার্ড বিক্রি হচ্ছে। এরকমই একটি নগরীর অভিজাত আবাসিক এলাকা শাহজালাল উপশহর। ফুটপাত দিয়ে হাটতে হাটতে দেখা মেলে এমন অনেক সিম ফেরিওয়ালার। ঘুরে ঘুরে বিভিন্ন মোবাইল ফোনের সিম বিক্রি করেন। বায়োমেট্রিক ও এনআইডি ছাড়াই একটা সিম কেনার জন্য খরচ করতে হবে ৪০০ টাকা। সাধারণত এর চেয়ে অনেক কম দামে বৈধভাবে সিম পাওয়া যায়। মোবাইলের ভেতরে সিম দিতেই দেখা যায় সব ঠিকঠাক। অর্থাৎ, অন্য কারও বায়োমেট্রিক ও এনআইডির তথ্য দিয়ে সিমটি বিক্রি করা হয়েছে। এই সিম দিয়ে যে কেউ যা ইচ্ছে করতে পারবে। এমনকি ভয়াবহ অপরাধ করলেও দোষ পড়ছে অন্যের ঘাড়ে।

সিম বিক্রেতা জানান, সিম বিক্রির ভেতরের কিছু তথ্য। তিনি বলেন, আমাদের টার্গেট থাকে। টার্গেট পূরণ করতে গিয়ে আমরা এটি করি। আরেক জনবহুল এলাকা ধোপাদিঘির পারের এক সিম বিক্রেতা জানান, একটি সিম নয় যতোটা প্রয়োজন চাইলে তিনি দিতে পারবেন।

মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, যাদের এনআইডি কিংবা স্মার্ট এনআইডি নেই, তাদেরকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন সনদের বিপরীতে সিমকার্ড কেনার অনুমোদন দিয়েছে বিটিআরসি। এখন পর্যন্ত বিটিআরসির সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্লাটফর্মে একই ব্যক্তির জন্ম নিবন্ধন ও পাসপোর্টের তথ্য সমন্বয় করতে পারেনি। এমনকি এ সংক্রান্ত কোনো সেলও নেই।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি বিএম আশরাফ উল্যাহ তাহের জালালাবাদকে বলেন, প্রযুক্তিকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে আনতে শুধু মোবাইল ফোনের সিমকার্ড নয়, মোবাইল ফোনও রেজিস্ট্রেশনের আওতায় আনার চেষ্টা করছে বিটিআরসি। তারপরেও নানা ফাঁক-ফোকর দিয়ে সাইবার অপরাধীরা অপরাধ করে যাচ্ছে। আমরা তাদের শনাক্ত করে আইনের আওতায় আনছি।

এডিসি আশরাফ উল্যাহ তাহের আরো বলেন, মোবাইল ফোনের সিমকার্ডের উপর নিয়ন্ত্রণ আনা সম্ভব হলে প্রযুক্তিগত অপরাধ অনেকাংশে কমে যাবে। কারণ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্রায় সকল প্রযুক্তি বা অ্যাপস ব্যবহার করতেই মোবাইল ফোনের সিমকার্ড প্রয়োজন।

Back to top button