সিলেট
কাউন্সিল নিয়ে আরিফুল হক চৌধুরীর সংবাদ সম্মেলন আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট জেলা কাউন্সিল স্থগিত ও সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন আহবান করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ১২টায় সিলেট মহানগরের মানিকপীর সড়কস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নেতা, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক আরিফুল হক চৌধুরী সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুেরাধ জানিয়েছেন।
সোমবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকদের উপস্থিত থাকার জন্য অহবান জানান।