বিয়ানীবাজারে পবিত্র শবে-বরাতে গরুর মাংস কিনতে ভিড়, চড়া দামে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে!

মহসিন রনিঃ প্রতিবছর পবিত্র শবে-বরাতে প্রতি ঘরেই রাতের খাবারে তালিকায় প্রথম প্রাধান্য হিসেবে গরুর মাংস থাকে। তবে সুযোগ পেয়ে এবার সেই গরুর মাংসের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ৭০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত কেজি দরে গরুর মাংস বিক্রি হওয়ায় এই অঞ্চলের মধ্যবিত্ত থেকে শুরু করে দরিদ্র মানুষের ধরাছোঁয়ার বাইরে রয়েছে গরুর মাংস নামক সোনার হরিণ। রাজধানী ঢাকায় যেখানে ৬০০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা সেখানে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে চওড়া দাম হওয়াতে হতাশ স্থানীয় ক্রেতারা।
শুক্রবার জুম্মায় নামাজের পর বিয়ানীবাজার পৌর শহর ঘুরে দেখা যায় স্থানীয় বাজার গুলো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে দেশি বিদেশি গরু জবাই করে কেজি হিসেবে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে দামে কম দিতে নারাজ সিংহভাগ ব্যবসায়ী।
জসিম উদ্দিন নামের এক ক্রেতা বলেন, প্রতিবছরই শবে-বরাতে দুই কেজি করে মাংস কিনে নেই। এবার জিনিস পত্রে যে দাম বেড়েছে তাতে এক কেজি কিনেই সন্তোষ্ট থাকতে হচ্ছে।
ব্যবসায়ী ময়দুল ইসলাম বলেন, জিনিস পত্রের দাম বাড়ছে যার কারনে গরুর মাংসের দাম ও বৃদ্ধি পেয়েছে। তবে গতবারের চেয়ে এবার ক্রেতা সংখ্যা খুব কম। তবে যারা বিত্তবান তারা পাঁচ কেজির উপরে ক্রয় করছেন।