বিয়ানীবাজার সংবাদ
সাংবাদিক পলাশের পিতৃবিয়োগ, টাইমস পরিবারের শোক

বিয়ানীবাজার টাইমসঃ জাতীয় দৈনিক কালের কন্ঠের বিয়ানীবাজার প্রতিনিধি শিপার আহমদ পলাশের পিতা ইলাছ আলী (৭৯) আর নেই। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)।
তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। বাদ মাগরিব মরহুমের নিজ গ্রাম কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজনা শাহী ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, স্ত্রীসহ নাতি-নাতনি রেখে গেছেন।
এদিকে সাংবাদিকের পিতৃবিয়োগে শোক ও সমবেদনা জানিয়েছেন টাইমস মিডিয়া পরিবার। তারা এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন।