বিয়ানীবাজারে পকেটে ছুরি নিয়ে ঘুরতেন তিনি, সুযোগ পেলেই করতেন ছিনতাই! অতঃপর….

জুবায়ের আহমদঃ পকেটে থাকে ছুরি সুযোগ পেলেই করেন ছিনতাই। বিয়ানীবাজার উপজেলার নিদনপুর এলাকার মৃত উস্তার আলীর ছেলে রাসেল আহমদ(৩০)। সুযোগ বুঝে অভিনব উপায়ে করেন ছিনতাই, অপহরণ, চুরি।
গত ১০ মার্চ বিয়ানীবাজার উপজেলার আব্দুল বারী, বাড়ি থেকে বিকেল সাড়ে ৩ টায় ফিরছিলেন নিজের কর্মক্ষেত্র ভিষণ শো রুমে। উপজেলার দাসগ্রাম রামকৃষ্ণ রোডে আসার পর রাসেল আহমদ নামে সেই ছিনতাইকারী তার পথ রোধ করে, এবং তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও ব্যাবহারকৃত স্মার্ট ফোনটি নিয়ে যায়।
অসহায় আব্দুল বারী টাকা মোবাইল হারিয়ে বাড়ি ফিরে যান। পর দিন ১১ মার্চ ভুক্তভোগী আব্দুল
বারী বিয়ানীবাজার আজির মার্কেটে আসলে সেই ছিনতাইকারীকে দেখতে পান। সাথে থাকা তার সহপাঠী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে সেই ছিনতাইকারীকে আটক করেন। পরে বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দিলে বিয়ানীবাজার থানার এস আই যীশু দত্তের নেতৃত্বে এক দল পুলিশের সহায়তায় তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি ছুরি ও স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
শুধু এখানেই শেষ নয়। এর আগে গত ৮ মার্চ পি এইচ জি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আব্দুল ফাহাদকে জোর করে স্কুলের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। সেখানে তাকে হৃদয়বিদারক ভাবে মারধর করে তার সাথে থাকা মোবাইল ফোন কেড়ে নেয় সে। পরে সুপাতলা রাস্তায় তাকে ছেড়ে দিলে স্থানীয় একজন পেয়ে তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
বিয়ানীবাজার থানা পুলিশ সূত্রে জানা যায় সে মোবাইল বিক্রেতা সেজে ক্রেতাদের নিয়ে আসতো বিয়ানীবাজারে। নির্জন কোন জায়গায় সেই ক্রেতাদেরকে ও করতো ছিনতাই। এমনকি ফেইসবুকে একটি বিশেষ গ্রুপের মাধ্যমে তারা ছিনতাইকৃত মোবাইল বিক্রি করতো। এবং সিএনজি চালিত অটোরিক্সার মধ্যেও সে যাত্রী সেজে চালক কিংবা যাত্রীদেরকে জিম্মি করে করতো ছিনতাই। ছিনতাই কাজে তার সাথে থাকা সহযোগীদের নাম উদ্ধারের চেষ্ঠা করছে পুলিশ।
ইতিমধ্যে বিয়ানীবাজার থানায় চুরি ও ছিনতাইয়ের একটি মামলা ও জকিগঞ্জ থানায় দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। নতুন করে যুক্ত হয়েছে বিয়ানীবাজার থানায় অপহরণ মামলা
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান বিয়ানীবাজার টাইমসকে জানান সে প্রফেশোনাল ছিনতাইকারী। অনেককে জিম্মি করে সে ছিনতাই করে আবার সুযোগ বুঝে করে অপহরণ। তাকে শনিবার(১১ মার্চ) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।