বিজ্ঞপ্তি
মোল্লাপুর ইউপির চেয়ারম্যান প্যানেল গঠন।। শাবলু,মছরুল, লেবু নির্বাচিত

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার উপজেলার ৯নং মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার (৩ মার্চ) ভোটের মাধ্যমে তিন সদস্য বিশিষ্ট চেয়ারম্যান প্যানেল গঠন করা হয়। এতে ৭ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান – ১ নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য অলিউর রহমান শাবলু, তার প্রতিদন্ধী প্রার্থী আকবর হোসেন পেয়েছেন ৫ ভোট। প্যানেল চেয়ারম্যান – ২ নির্বাচিত হয়েছেন মছরুল হক, তার নিকটতম প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ৫ ভোট। প্যানেল চেয়ারম্যান-৩ হিসেবে নির্বাচিত হয়েছে সংরক্ষিত মহিলা সদস্য লেবু বেগম। তিনি পেয়েছেন ৭ ভোট। তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী রেহানি বেগম বেগম পেয়েছেন ৫ ভোট।
চেয়ারম্যান প্যানেল নির্বাচনে সকল সদস্যগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন শেষে বিজয়ী প্যানেলের নাম ঘোষণা করা হয়।-প্রেবি