মৌলভীবাজার
শমশেরনগরে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে এক স্কুল শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে।
বুধবার (৯ মার্চ ) ভোরে শিংরাউলী গ্রামে চুরি ঘটনাটি ঘটে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমরজিৎ স্বর্ণকার বলেন, পিটিআই প্রশিক্ষণে মৌলভীবাজার ছিলেন। খালি বাসা পেয়ে চোরচক্র সিসি টিভির ক্যামেরায় কালো গেঞ্জি দিয়ে ঢেকে পিছনের দরজা ভেঙ্গে বাসায় প্রবেশ করে। ঘরে প্রবেশ করে আলমারি, ওয়াড্রপ ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করছি। সিসিটিভি বন্ধের আগের কিছু ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে ।